নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজশাহী শিক্ষাবোর্ডের ছয়জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোহা: মোকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন সদস্যের কমিটিতে প্রধান করা হয়েছে, উপ সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেনকে। এছাড়া বাকিরা হলেন, প্রধান মূল্যায়ণ কর্মকর্তা এসএম গোলাম আজম ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক রুবি রোজারিয়।
বোর্ড চেয়ারম্যান মোকবুল হোসেন আরো বলেন, ‘মঙ্গলবার সকালে জরুরি সভা ডাকা হয়। এসময় অভিযুক্তদের শাখা প্রধানরা সঙ্গে ছিলেন। সভায় উচ্চ পর্যায়ের এই কমিটিকে আগামি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
প্রসঙ্গত, সোমবার (২ ডিসেম্বর) শিক্ষাবোর্ডে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় শিক্ষাবোর্ডের ছয় কর্মকর্তাকে ঘুষ লেনদেনের বিষয়ে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিক্ষাবোর্ডের পত্র প্রাপ্তি শাখার অফিস সহকারী মুরাদ আলী, স্ক্রীপ্ট শাখার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী রুবেল খান ও মাধ্যমিক সনদ শাখার আসলাম হোসেন ওরফে চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইসমাইল হোসেন, পত্র প্রাপ্তি শাখার শহিদুল ইসলাম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আহসান আলী।