পুঠিয়া সংবাদদাতা: রাজশাহীর পুঠিয়ায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৯৬ কেজি গাঁজার চালান জব্দ করেছে র্যাব। এসময় কাভার্ড ভ্যানসহ জড়িত তিনজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কে মসজিদ সংলগ্ন এলাকায় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে র্যাব-৫ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রোববার বিকেলে পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন, চট্রগ্রাম জেলার বাকুলিয়া থানার চাকতাই এলাকার আবুল হোসেনের ছেলে মিরাজ (৩০) কুমিল্লার মুরাদনগন থানার সোনাকান্দি গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে সোহেল (৩০) ও নওগার মান্দা উপজেলার কুসুমবাগ এলাকার মুনসুর রহমানের ছেলে মিঠু আলী।
র্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, শনিবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে পুঠিয়া উপজেলা সদরে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৯৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাজশাহীমুখী একটি কাভার্ড ভ্যানে র্যাব ও থানা পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে আটক করে নিয়ে যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, রোববার দুপুর পর র্যাব বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করে আসামি ও জব্দকৃত মালামাল হস্তান্তর করেছে। তবে কাভার্ড ভ্যানটি কোন দিক থেকে এসে কোন দিকে যাচ্ছিলো সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছুই জানাতে পারেননি।
স/এর